গঙ্গাসাগরের ইতিহাস
ভারতবর্ষের অন্যতম প্রাচীন তীর্থ ও পশ্চিমবঙ্গের প্রাচীনতম তীর্থস্থান গঙ্গাসাগর। এই মহাতীর্থের উল্লেখ রামায়ণ ও মহাভারতেও পাওয়া যায় যা ৪০০ খ্রিস্টপূর্বাব্দেরও বেশি প্রাচীন। পঞ্চম শতাব্দীতে মহাকবি কালিদাসের 'রঘুবংশ' কাব্যেও গঙ্গাসাগরের উল্লেখ পাওয়া যায়। বহু শতাব্দী পরে আজও প্রতি বছর মকর সংক্রান্তির সময় সারা দেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী সুপ্রাচীন এই মহাতীর্থে মোক্ষপ্রাপ্তির আশায় উপস্থিত হন।
পৌরাণিক তাৎপর্য
পুরাণ থেকে জানা যায়, কপিল মুনির অভিশাপে রাজা সগরের ৬০,০০০ পুত্র অগ্নিদগ্ধ হয়। পরে সগরের বংশধর রাজা ভগীরথ বহু তপস্যা করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে আনয়ন করেন। গঙ্গার পবিত্র জল স্পর্শে সাগর সঙ্গমে ৬০,০০০ সগরপুত্র মুক্তিলাভ করে। এই কাহিনীতে রূপকের মাধ্যমে সুকৌশলে জীবের জন্ম-মৃত্যুর চক্র ও তাদের মোক্ষ প্রাপ্তির কথা বোঝানো হয়েছিল। রামায়ণ ও মহাভারতেও বহু স্থানে গঙ্গাসাগরের উল্লেখ আছে।
সামাজিক তাৎপর্য
অনাদি কাল থেকে প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য প্রভাতে লক্ষ লক্ষ ভক্ত মোক্ষ প্রাপ্তির আশায় সাগরসঙ্গমের পবিত্র জলে স্নান করেন। বছরের এই বিশেষ সময়ে ভারতের বহু স্থানে ফসল তোলা হয়। ঋতু পরিবর্তনের এই সময় সারা দেশ থেকে অসংখ্য মানুষ এই পবিত্র তীর্থে এসে পুণ্যস্নান করে সূর্যদেব ও কপিল মুনির উদ্দেশ্যে অর্ঘ্য দান করেন।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তাৎপর্য
যুগ যুগ ধরে মকর সংক্রান্তির শুভক্ষণে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বছরের এই বিশেষ সময়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে যখন শীতের বিদায় হয়ে বসন্তের আগমন ঘটে তখনই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়।
সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার
সুপ্রাচীন গঙ্গাসাগর মহাতীর্থে অনাদিকাল থেকে মানুষের আগমন ঘটে। সুন্দরবন পরিবেষ্টিত এই সাগরদ্বীপে তীর্থযাত্রীরা বহু বিপদের সম্মুখীন হতেন। কুমীর,বাঘ ও অন্যান্য বিবিধ ভয়ানক প্রাণীর কারণে ও নানা প্রকার রোগ-ব্যাধিতে প্রাচীন কালে তীর্থযাত্রীরা ভীষণ কষ্ট পেতেন। বহু তীর্থযাত্রীর মৃত্যুও হত। সেই থেকেই খনার এই বচন 'সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার' প্রবাদে পরিনত হয়। এর থেকেই আভাস পাওয়া যায়, মানুষ কি অপরিসীম কষ্ট সহ্য করে এই মহাতীর্থে আসতেন মোক্ষের আশায় । আজ প্রশাসনের সহায়তায় এই তীর্থ হয়ে উঠেছে সুগম। তবু মানুষ মনে রেখেছেন প্রাচীন এই লোককথা।
MONDAY, 15TH JANUARY 2024
THE PUNYA SNAN FROM 15TH JANUARY 2024,
12:30 AM TO
16TH JANUARY 2024, 12:13 AM
EMINENT RITUALS OF GANGASAGAR
Dive into the waves of faith, breathe into the belief, walk on the shores of serenity, and
join the journey of
moksha to shed all sorrow and grief.
GLIMPSES OF GANGASAGAR
Dive into the waves of faith, breathe into the belief, walk on the shores of serenity, and join the journey of moksha to shed all sorrow and grief.