আপনি বিমানে করে নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছতে পারেন, সাগরদ্বীপ থেকে যার দূরত্ব ১৪২ কিলোমিটার। বিমানবন্দর থেকে গাড়িতে অথবা বাসে করে কাকদ্বীপ পৌঁছতে হবে, যেখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব ৩৫.৫ কিলোমিটার। বাকি পথ জলপথে যেতে হয়। নিকটবর্তী বিমানবন্দর : সাগরদ্বীপ থেকে সবথেকে কাছের বিমানবন্দরটি হল নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর (ccu), গঙ্গাসাগর (সাগরদ্বীপ) থেকে যার দূরত্ব ১৪২ কিলোমিটার। আরো পড়ুন
কলকাতা থেকে গঙ্গাসাগরের যাত্রাপথ বেশ দীর্ঘ। প্রথমে বাবুঘাট থেকে কাকদ্বীপ যাওযার বাস ধরতে হবে, অথবা এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে কাকদ্বীপ যাওয়ার বাস পেতে পারেন। সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। সেখান থেকে মুড়িগঙ্গা নদী নৌকা বা লঞ্চে পেরিয়ে পৌঁছবেন কচুবেড়িয়া। কচুবেড়িযা থেকে গঙ্গাসাগরে যাওয়ার বাস বা গাড়ি পাওয়া যায়। সময় লাগে প্রায় ১ ঘন্টা। আরো পড়ুন
আপনি শিয়ালদহ থেকে রেলপথেও যাত্রা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে শিয়ালদহ থেকে কাকদ্বীপ বা নামখানা পৌঁছতে হবে।তবে এই রেলপথ, দেশের বাকি অংশের থেকে বিচ্ছিন্ন। আপনি যে স্টেশন থেকেই যাত্রা শুরু করুন না কেন, সাগরদ্বীপ পৌঁছতে ট্যাক্সি, বাস ও নৌ-পথে যেতেই হবে। আরো পড়ুন
সাগরদ্বীপে যাতাযাতের জন্য গন-পরিবহন ব্যবস্থাই সবথেকে সুবিধাজনক এবং পুণ্যার্থীদের জন্য দ্বীপের সর্বত্রই সহজলভ্য।